হ্যাক করা অ্যাকাউন্টে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড কোনগুলো, জানেন কি?

Aug 31, 2023
Technology
হ্যাক করা অ্যাকাউন্টে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড কোনগুলো, জানেন কি?

দুর্বল বা সাধারণ মানের পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। এমনকি তথ্য চুরির পর সেগুলো আবার ব্যবহারের সুযোগ দিতে অর্থও দাবি করে তারা। কিন্তু বিষয়টি জানার পরও সহজে মনে রাখার সুবিধার্থে অনেকেই সাধারণ মানের পাসওয়ার্ড ব্যবহার করেন। সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান লকআউট অনলাইনে প্রকাশিত হ্যাক হওয়া বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড পর্যালোচনা করেছে। হ্যাক করা অ্যাকাউন্টগুলোতে সবচেয়ে বেশি ব্যবহৃত ২০টি পাসওয়ার্ডের তালিকাও প্রকাশ করেছে তারা

সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় প্রথমেই রয়েছে 123456। পাসওয়ার্ডটি এতই সহজ এবং বৈচিত্র্যহীন যে সহজেই যেকোনো ব্যক্তির অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে 123456789 এবং Qwerty। এই পাসওয়ার্ডগুলোও যথেষ্ট দুর্বল এবং সহজেই অনুমান করা সম্ভব। সবচেয়ে বেশি ব্যবহৃত অন্য পাসওয়ার্ডগুলো হলো Password12345, 12345678,111111, 1234567, 123123, Qwerty123, 1q2w3e, 1234567890, DEFAULT, 0, Abc123, 654321, 123321, Qwertyuiop, Iloveyou এবং 666666।

সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সহজে অনুমান করা যায় বা সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ড ব্যবহারের করলে অ্যাকাউন্ট বেহাত হতে পারে। অনলাইনে নিরাপদ থাকতে ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় অবশ্যই দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা (টু ফ্যাক্টর অথেন্টিকেশন) ব্যবহার করতেও পরামর্শ দিয়েছেন তাঁরা।

সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞদের তথ্যমতে, অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে কমপক্ষে আট অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড যত বড় হবে, ততই নিরাপদ। তবে নিজের প্রিয়জন বা পছন্দের জীবজন্তু বা বস্তুর নামের সমন্বয়ে পাসওয়ার্ড দেওয়া যাবে না। পাসওয়ার্ডে অবশ্যই ছোট-বড় অক্ষরের পাশাপাশি একাধিক সংখ্যা ও চিহ্ন ব্যবহার করতে হবে।


সূত্র: রিডার্স ডাইজেস্ট

All categories
Flash Sale
Todays Deal